বাংলাদেশ প্রতিবেদক: উজানের পানি বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে ২০ সেন্টিমিটার পানি বেড়েছে বলে পাউবো সূত্রে জানা গেছে। এদিকে যমুনার পানি বাড়ায় জেলার অভ্যন্তরীণ করোতোয়া, ফুলজোর ও বাঙালিসহ অন্যান্য ছোট নদীর পানিও বাড়ছে। এতে যমুনা তীরবর্তী অঞ্চল প্লাবিত হলেও জেলায় এখনও সেভাবে বন্যা হয়নি। জেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও স্পারে ভাঙন বা ধস দেখা দেয়নি।
শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯৭ মিটার। ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা: ১২ দশমিক ৯০ মিটার)। এর আগে বুধবার ৪৩ সেন্টিমিটার ও বৃহস্পতিবার ৩৭ সেন্টিমিটার পানি বেড়েছে।
অন্যদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭১ মিটার। ২৪ ঘণ্টায় সেখানে ২৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৯ মিটার নিচে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। এখানে বুধবার ৩৭ সেন্টিমিটার ও বৃহস্পতিবার ৩৬ সেন্টিমিটার পানি বেড়েছে।
পাউবো সূত্র জানায়, জুন মাসের শুরুতে যমুনায় পানি বাড়া শুরু হয়। ৩ জুন থেকে অস্বাভাবিকভাবে পানি বাড়লেও এক সপ্তাহ পর কমতে থাকে। এরপর ১৮ জুন থেকে আবার দ্রুত বাড়ছে যমুনা নদীর পানি।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, আরও চারদিন যমুনায় পানি বাড়বে। বিপৎসীমা অতিক্রম করে ছোট থেকে মাঝারি বন্যা হতে পারে। এখনও জেলার কোনো স্থানেই তীব্র আকারে বন্যা দেখা যায়নি। এমনকি যমুনায় পানি বৃদ্ধির কারণে ভাঙ্গন বা বাঁধে ধস দেখা যায়নি। সব উপজেলায় বাঁধ এখনও সুরক্ষিত আছে। নিয়মিত ব্যাথ্যামেটিক সার্ভেও করা হচ্ছে।