সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলারংপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি খতিব সম্পাদক আফতাব নির্বাচিত

রংপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি খতিব সম্পাদক আফতাব নির্বাচিত

জয়নাল আবেদীন: রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচনে সভাপতিসহ পাঁচটি পদে আওয়ামী লীগ, সাধারণ সম্পাদকসহ আটটি পদে বিএনপি এবং বাকি চারটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।

সোমবার দুপুরে রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়।ফলাফলে সভাপতি পদে সাহেদ কামাল ইবনে খতিব, সিনিয়র সহসভাপতি পদে আব্দুর রাজ্জাক, সহসভাপতি পদে আবু তাহের নিউটন, সাধারণ সম্পাদক পদে আফতাব উদ্দিন, সহ-সাধারণ একেএম হারুন উর রশিদ ও সুফিয়া খাতুন ওরফে মুকুল, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন কোরাইশী, দপ্তর সম্পাদক পদে নাজিরা খাতুন বিথী, বারভবন সম্পাদক জাহিদুর রহমান দুলাল ও লতিফুর রহমান প্রামাণিক ওরফে ডাবলু, লাইব্রেরি বিষয়ক সম্পাদক সায়েম সরকার তুলিপ, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক কাওছার আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম রবি নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন তারেকুজ্জামান তারেক, রায়হানুজ্জামান রায়হান, শাহিনুর ইসলাম স্বপন ও শীতাংশু কুমার মন্ডল সোহাগ। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদের বিপরীতে ৪১ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।

রোববার রংপুর আইনজীবী সমিতির ভবনে সকাল ১০টা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর বারের সিনিয়র আইনজীবী আব্দুর রউফ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments