সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলাভূঞাপুরে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২

ভূঞাপুরে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই কলেজ ছাত্র। নিহত কলেজ ছাত্র শাহরুখ আকন্দ (১৮) বঙ্গবন্ধু সেনানিবাস কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। সে ঘাটাইলেরর পাঁচটিকড়ি গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে।

আহতরা হলেন একই কলেজের শিক্ষার্থী ও  ভূঞাপুর পৌর এলাকার বীরহাটি গ্রামের আনোয়ার চকদারের ছেলে লিমন চকদার এবং ধুবুলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে রবিন।  আজ সকাল নয়টার দিকে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের ভূঞাপুরের গোবিন্দাসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  পুলিশ জানায় বঙ্গবন্ধু সেনানিবাসের দ্বাদশ শ্রেণীর ওই তিন শিক্ষার্থী ভূঞাপুর থেকে মোটরসাইকেল যোগে কলেজে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে বঙ্গবন্ধু সংযোগ সড়কের গোবিন্দাসী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সড়কে আছরে পড়লে মোটরসাইকেলের  তিন আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা

আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণের পথে শাহরুখের মৃত্যু

হয়। গুরুতর আহত দুইজনকে  টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ও স্বজনরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments