বাংলাদেশ প্রতিবেদক: কাঁঠালিয়া উপজেলা জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। সেসময় জমির মালিকরা বাধা দিতে গেলে তাদের হামলায় আহত হয়েছেন। এ ঘটনায় জমির মালিক থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
শনিবার ( ২৮ ডিসেম্বর ) দুপার সাড়ে ১২ টার দিকে কাঠালিয়া আওরাবুনিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কাঁঠালিয়া সাবেক যুবদল নেতা মোঃ শামছুল হক সুমন (৪৫), পিতাঃ আলী আহম্মেদ, সাং- উত্তর তালগাছিয়া, থানা- কাঠালিয়া জেলা, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত সুমন দৈনিক প্রতিদিন খবর’কে বলেন-
০১। মোঃ এনামুল ইসলাম রুবেল (৪৪), ০২। এইচ এম আল মামুন (৫০), ০৩। মোঃ বাদল (৪৮), ০৪। মোঃ শামিম রেজা (৪৫:০৫। মোঃ রফিকুল ইসলাম এলেন (৪০) ০৬। মোঃ আজাদ হাওলাদার (৩৮), সর্ব পিতা মৃত আবদুর রহমান, ৭। মোঃ জিসান (২৫), পিতা- এইচ এম আল মামুন, ৮। মোঃ মুন্না হাওলাদার (২০), পিতা- মোঃ শামিম রেজা ৯। আঃ গফুর হাওলাদার (৫০), পিতা- মৃত- আফেজ উদ্দিন হাওলাদার সর্ব সাং- উত্তর তালগাছিয়া,বিবাদীদের সাথে আমার জমি জমার বিষয় নিয়া দির্ঘদিন ধরে বিরোধ চলিয়া আসিতেছে। সেই বিরোধের জের ধরিয়া বিবাদীরা আমার নানা ধরনের ক্ষতি সাধন, ভয় ভীতি ও হুমকী প্রদান করিয়া আসিতেছে। এই জমি জমার বিষয় নিয়া স্থানীয় পর্যায়ে বহুবার শালিস ব্যবস্থার চেষ্টা করি কিন্তু বিবাদীরা স্থানীয় শালিস ব্যবস্থার তোয়াক্কা করেনা। উল্লেখিত বিরোধীয় জমি নিয়া বিজ্ঞ আদালতে একাধীক মামলা মোকদ্দমা চলমান আছে। বিবাদীরা বিগত ইং- ১৩/০৮/২০২৩ তারিখ আমার মায়ের দোয়া নামক ওয়ার্কশপটি ভাঙ্গিয়া ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়া যায়। আমি উক্ত বিষয় নিয়া বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত উক্ত বিরোধীয় সম্পত্তিতে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪/১৪৫ ধারা নোটিশ জারি করেন। নোটিশ জারি করার পরেও বিবাদীরা বিজ্ঞ আদালতের রায়কে উপক্ষা করিয়া তাহাদের কার্যক্রম পরিচালনা করিলে বিজ্ঞ আদালত ১৮৮ ধারা জারি করেন। ঘটনার দিন ইং- ২৮/১২/২০২৪ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় উক্ত বিবাদীরা সহ অজ্ঞাত নামা বিবাদীরা বিজ্ঞ আদালতের রায়কে উপেক্ষা করিয়া হাতে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়া আমার অন্য আর একটি ওয়ার্কশপটি স্থাপনা সহ নিয়া যায়। অতপর উক্ত জমিতে বিবাদীরা একটি স্থাপনা নির্মান করিতেছে। বিবাদীরা প্রকাশ্যে আমাকে সহ আমার পরিবারের লোকজনদের বিভিন্ন ভয় ভীতি ও খুন জখমের হুমকী প্রদান করে।
তপছিল সম্পত্তির পরিচয়ঃ-
জিলা ঝালকাঠী, উপজেলা জে, এল ৩৩ নং তালগাছিয়া মৌজার এস, এ খতিয়ান নং ১১৪ এস, এ দাগ নং ১২২৯/১২৩০।
এ অভিযোগের বিষয়ে জানতে স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতা এইচ এম মামুনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।
কাঁঠালিয়া অফিসার ইনচার্জ বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে