সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলাপ্যারোলেও মুক্তি মেলেনি ছেলের, জেলগেটে বাবার লাশ

প্যারোলেও মুক্তি মেলেনি ছেলের, জেলগেটে বাবার লাশ

বাংলাদেশ প্রতিবেদক: বাবার মৃত্যুর পর প্যারোলে মুক্তির আবেদন করলেও আবেদন মঞ্জুর করেননি আদালত। তাই ছেলেকে বাবার লাশ শেষবারের মতো দেখানোর জন্য নিয়ে যাওয়া হয় জেলগেটে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর গেটে পাকুন্দিয়া উপজেলার ৫ নম্বর বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল তার বাবার জিয়া উদ্দিন তেলু মেম্বারকে শেষবারের মতো দেখার সুযোগ দেয় কারা কর্তৃপক্ষ।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে বিস্ফোরক আইনে হওয়া এক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৫ নম্বর বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল। রুবেলের বাবা জিয়া উদ্দিন তেলু মেম্বার অসুস্থ হয়ে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার (৩০ ডিসেম্বর) বাদ আছর নিজ এলাকায় জানাজার নামাজে অংশগ্রহণের জন্য রুবেলকে সাময়িক সময়ের জন্য প্যারোলে মুক্তি দিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তার আইনজীবী সুজিত কুমার দে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) (অতিরিক্ত দায়িত্ব) মিজাবে রহমত বলেন, জেলা প্রশাসক আবেদনটি আমলে নিয়ে জেল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনে অবগত করলে জেলা গোয়েন্দা সংস্থার রিপোর্টে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটার সম্ভাবনা উল্লেখ করে জেলগেটে দেখার অনুমতি দেন। তাই, সর্বোচ্চ নিরাপত্তায় মৃত বাবাকে শেষবারের মতো দেখতে লাশ আনা হয় জেলগেটে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments