সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলাকলেজের সাইনবোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ঙ্কররূপে ফিরবে’

কলেজের সাইনবোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ঙ্কররূপে ফিরবে’

বাংলাদেশ প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ‘ছাত্রলীগ আবার ভয়ঙ্কররূপে ফিরবে, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে’ লেখা ভেসে ওঠার ঘটনা ঘটেছে।

শনিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ছয়তলা ভবনের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখাটি ভেসে ওঠে।

এ ঘটনার পর রাতেই বিক্ষোভ মিছিল করে লোহাগড়া উপজেলা যুবদল, ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনাকে শনিবার রাতে ও রোববার একাধিকবার ফোন করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, বিষয়টি শুনে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ বলেন, ঘটনার পরপর ডিজিটাল সাইন বোর্ডটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ডিজিটাল সাইনবোর্ড চালানোর দায়িত্বে থাকা দুজন অপারেটরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments