মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে পুলিশ পরিচয় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সৌরভ (২৬) নামের এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বায়রা ইউনিয়নের গারাদিয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত-হাবিব হোসেন সৌরভ উপজেলার গোবিন্ধল গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়সূত্রে জানাযায়, হাবিব হোসেন সৌরভ পুলিশ পরিচয়ে উপজেলার গারাদিয়া বাসষ্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে টাকা আদায়সহ বিভিন্নভাবে হয়রানি করে আসছিলো। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভুয়া পুলিশ পরিচয় পেলে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. নাজমুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত বিষয় প্রক্রিয়াধীন।