সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলাকলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, রোগীদের ভোগান্তি চরমে

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, রোগীদের ভোগান্তি চরমে

এস কে রঞ্জন: অতিরিক্ত ঠান্ডার কারনে বেশ কয়েকদিন ধরে গৃহবধু ঝর্না আক্তারের কাশি বেড়ে গেছে। একই সাথে শরীরে জ্বর অনুভব হচ্ছে তার। তাই সে বুধবার সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা আসেন। এরপর লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার পর ফের ডাক্তার চেম্বারের গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। অসুস্থ শরীর নিয়ে প্রায় ঘন্টাখানেক চিকিৎসকের সরনাপন্ন হয়। তার মত অনেকেই চেম্বারের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তাদের মতে চাহিদার তুলনায় ডাক্তার কম থাকায় এধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরের টিকিট কাউন্টারে বিভিন্ন সমস্যা নিয়ে ভিড় জমিয়েছে রোগীরা। অথচ ডাক্তার চেম্বার ঘুরে মাত্র তিনজন ডাক্তারের উপস্থিতি পাওয়া গেছে। জানা যায়, এ হাসপাতালের আউটডোরে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ রোগী সেবা নিতে আসে। অথচ ডাক্তার সংকটের কারনে রোগীদের অনেক বেগ পেতে হচ্ছে। এছাড়া ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে শয্যার চেয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও অনেক বেশি বলে সংশ্লিষ্টরা জানান। জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কলমে ১০ জন ডাক্তার রয়েছে। বাস্তবে মাত্র চারজন চিকিৎসক বহির্বিভাগে দৈনিক তিন-সাড়ে তিনশ রোগীর চিকিৎসা সেবা সামাল দিচ্ছেন। একই সাথে তাদের জরুরি বিভাগ সামাল দিতে হিমশিম খেতে হয়।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.জে এইচ খান লেলীন বলেন, এখানে অনেকদিন ধরেই চিকিৎসক সংকট রয়েছে। প্রতিদিন আউটডোর ও ইনডোরের রোগীর সেবা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তিনি একটানা দুই-তিন ধরে সার্ভিস দিচ্ছেন। তবে, চিকিৎসক সংকটের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান। পটুয়াখালী সিভিল সার্জন কর্মকর্তা এস.এম.কবির হাসান সাংবাদিকদের জানান, সারা দেশেই তাদের ডাক্তার সংকট রয়েছে। তবে, খুব শিঘ্রই কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে তিনি জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments