রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Homeসারাবাংলাঅন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে জেলে যান মামুন, অতঃপর...

অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে জেলে যান মামুন, অতঃপর…

বাংলাদেশ প্রতিবেদক: যৌবনের শুরুতে চাকরি করতেন বিডিআরে। মাত্র তিন বছর চাকরি জীবন শেষে নেমে আসে অন্ধকার। বিডিআর বিদ্রোহ মামলায় ২০০৯ সালে গ্রেপ্তার হন মামুন। এরপর দীর্ঘ ১৬ বছর কেটেছে অন্ধকার প্রকোষ্ঠে। জেল জীবনের শুরুতে তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা।

দীর্ঘদিন পর মুক্ত হয়ে মেয়েকে কাছে পেলেন তিনি। বাবা মেয়ের মিলন কারা ফটকে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী এলাকার বাসিন্দা মামুন।

তিনি বলেন, ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে চাকরির তিন বছর বয়সে কারাগারে যাই। আমার একমাত্র মেয়ের বয়স এখন সাড়ে ১৫ বছর। দীর্ঘ এই সময় পর মেয়েকে নিজের বুকে জড়িয়ে নিতে পারলাম।

শুধু মামুন নয়, তার মতো ১৩৬ জন বন্দির জীবনের উল্লেখযোগ্য সময় কেটেছে কাশিমপুর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। সকাল থেকে একে একে কারাগার থেকে জামিনে বের হচ্ছেন তারা। নিজেদের হারানো চাকরি ফিরে পাওয়া এবং পুনর্বাসনে সরকারি সহযোগিতা কামনা করেন তারা।

প্রসঙ্গত, কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে ২২ জানুয়ারি বিডিআর বিদ্রোহ মামলায় ১৭৮ জনের জামিননামা পাঠানো হয়। সেসব জামিননামা যাচাইবাছাই শেষে অন্যকোনো মামলায় আটকাদেশ না থাকার শর্তে বন্দিদের জামিনে মুক্তি দেওয়া হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments