শনিবার, মার্চ ১৫, ২০২৫
Homeসারাবাংলাচলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল

চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল

মোঃ জালাল উদ্দিন: চলতি তীব্র শীতের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল। শনিবার ০৮ ফ্রেব্রুয়ারি ২০২৫ইং, সকাল ৯টার সময় জেলার শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অবশ্য, তাপমাত্রা কম হলেও সকাল থেকে কুয়াশার দাপট তেমন ছিল না। ফলে স্বস্তিতে যানবাহন চলাচল করতে পারছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, শ্রীমঙ্গলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সূর্য ওঠার কারণে ঠাণ্ডা একটু কম অনুভূত হচ্ছে। তবে কয়েক দিন ধরেই শ্রীমঙ্গলে দেখা যাচ্ছে শীতের দাপট। বিশেষ করে রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকে।

তীব্র শীতে বিপাকে পড়েছেন চা-বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। শীত উপেক্ষা করেই খুব সকালে কাজের তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে তাদের।

আবার শীতের দেখা পেয়েই পর্যটননগরী শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকরা অনেকটাই খুশি। তারা বলছেন, ঠান্ডার মধ্যে ঘুরতে একটু বেশি মজা লাগছে তাদের।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments