সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলাঈশ্বরদীতে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ঈশ্বরদীতে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মরহুম মাওলানা নাসির উদ্দিন ফাউন্ডেশন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুরে মাওলানা নাসির উদ্দিনের বাড়িতে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ছগির আহমেদ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক।

সভাপতিত্ব করেন সাহাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা খন্দকার সানাউল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সদস্য মাসুম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক তালেব মন্ডল বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি শিক্ষায় উন্নতি করতে পারে, সে জাতিই এগিয়ে যায়। বর্তমান সময়ে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় উপকরণের অভাবে পিছিয়ে পড়ছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মরহুম মাওলানা নাসির উদ্দিন ফাউন্ডেশন এ মহৎ উদ্যোগ গ্রহণ করে সত্যিই প্রশংসনীয় কাজ করেছে। এই কার্যক্রম শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শিক্ষার উন্নয়নে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যত প্রজন্মকে সঠিক শিক্ষার আলোয় আলোকিত করলেই আমরা একটি উন্নত সমাজ ও জাতি গঠন করতে পারবো।

অনুষ্ঠানে প্রথম থেকে দশম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়। তাদের হাতে ৬টি খাতা, ১২টি কলম, ৬টি পেন্সিল, জ্যামিতি বক্স, কভার ফাইল, স্কেল, রাবার, পেন্সিল কাটার এবং নাস্তা তুলে দেওয়া হয়। কাঙ্খিত উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে।

এই উদ্যোগের প্রশংসা করে অভিভাবকরা বলেন, শিক্ষার প্রসারে মাওলানা নাসির উদ্দিন ফাউন্ডেশন যে ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসানীয়। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments