সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলাবসন্ত উৎসবে ফুল বিক্রি করায় দোকান ভাংচুর ও ফাস্টফুড বন্ধ, আটক ১

বসন্ত উৎসবে ফুল বিক্রি করায় দোকান ভাংচুর ও ফাস্টফুড বন্ধ, আটক ১

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে বসন্তবরণ ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুর ও ফাস্টফুডে ভালোবাসা দিবসবিরোধী বিক্ষোভ করেছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর থানাসংলগ্ন কলেজ রোডে মামা গিফট কর্নারে এ ভাঙচুর চালানো হয়। এ ছাড়া বিভিন্ন রেস্টুরেন্টে বিক্ষোভ করে তারা।

এ ঘটনায় শনিবার একজনকে আটক করেছে থানা পুলিশ। এদিকে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভূঞাপুরে উদীচীর বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে উদীচী ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান জানান, ভালোবাসা দিবসের বিভিন্ন ঘটনার কারণে অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে বসন্ত বরণের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে বসন্ত বরণ অনুষ্ঠান করা হবে।

ক্ষতিগ্রস্ত ফুলের দোকানদার আলম বলেন, দীর্ঘদিন ধরে‘দোকানে ফুল বিক্রি করে আসছি। বিকালে কিছু হুজুর টাইপের লোকজন এসেই আক্রমণ চালিয়ে দোকানে ভাঙচুর করে। এ সময় তারা ফুলগুলো রাস্তায় ফেলে দেয়। ভালোবাসা দিবসে কেন ফুল বিক্রি করছি সেটাই অপরাধ। এর আগের দিন এসে তারা থ্রেট করে গিয়েছিল।’

নিরিবিলি ফুড কর্নারের ম্যানেজার আসাদ খান বলেন, বৃহস্পতিবার হুজুর টাইপের কিছু লোক ফাস্টফুড বন্ধ করার নির্দেশ দিয়েছিল। তখন তারা ফাস্টফুডে বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দিয়েছিল। ফলে বাধ্য হয়ে প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।’ এছাড়া তিনি বলেন, ফাস্টফুডে পুরুষ, মহিলা, ছেলে মেয়ে সকল শ্রেণি পেশার মানুষ খেতে আসে, এখানে মহিলাদের আসতে নিষেধ করা যাবে না। এভাবে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, হস্তক্ষেপ করা ঠিক না। ভূঞাপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. লিটন কবির জানান, মামা গিফট কর্ণারে দুষ্কৃতিকারিরা যে ঘটনা ঘটিয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই এবং এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, শুক্রবারে ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments