শনিবার, মার্চ ১৫, ২০২৫
Homeসারাবাংলামৌলভীবাজারে টিলা ধসে স্কুলছাত্রী নিহত, আহত ১

মৌলভীবাজারে টিলা ধসে স্কুলছাত্রী নিহত, আহত ১

মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজারের কমলগঞ্জে গৃহস্থালি কাজের জন্য টিলার মাটি আনতে গিয়ে মাটি ধসে রিপা বুনার্জি (১৩) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। গতকাল শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫ইং, বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের ১১ নং সেকশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছে। নিহত রিপা বাঘাছড়া চা বাগানের চা শ্রমিক শ্যামল বুনার্জির মেয়ে। রিপা বুনার্জি স্থানীয় ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

জানা যায়, শুক্রবার বিকেলে গৃহস্থালি কাজের জন্য পরিবারের সদস্যদের সাথে পাহাড়ি একটি টিলা থেকে মাটি আনতে যায় রিপা। মাটি কাটার এক পর্যায়ে টিলার একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এসময় রিপা বুনার্জি ও তার খালা জ্যোতি বুনার্জি মাটির নিচে চাপা পড়ে।

তখন সঙ্গে থাকা পরিবারের আরেকজন সদস্য তাদের উদ্ধারে ব্যর্থ হয়ে বাড়িতে গিয়ে লোকজনকে খবর দিলে এলাকাবাসী মাটির নিচ থেকে দুইজনকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই রিপা বুনার্জির মৃত্যু হয়। অপর আহত জ্যোতি বুনার্জীকে মৌলভীবাজার জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ থানার এসআই জিয়াউল হক ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments