শনিবার, মার্চ ১৫, ২০২৫
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ পর দিন শ্রী পলাশ (১৮) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার-নয়ানগরের একটি সরিষা ক্ষেত থেকে মরদহেটি উদ্ধার করা হয়।

অটোরিকশা চালক পলাশ হলেন সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের শ্রী লাকফর হালদারের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি রইস উদ্দিন জানান, আতাহার এলাকায় একটি সরিষা ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী ) পলাশ তার অটোরিকশায় প্যাসেঞ্জার নিয়ে আমনুরা দিকে রওনা হয়। তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় তার বাবা থানায় নিখোঁজ ডায়েরিও করেন।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments