সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলাসুনামগঞ্জে সেনাবাহিনীর হাতে স্ত্রীসহ ভুয়া মেজর আটক

সুনামগঞ্জে সেনাবাহিনীর হাতে স্ত্রীসহ ভুয়া মেজর আটক

ওয়াহিদুর রহমান: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় ভুয়া মেজর পরিচয়কারী বাসিদুর রহমান (৩৮)নামক সেনাবাহিনী থেকে পলাতক সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের একটি দল।

১১(মার্চ) মঙ্গলবার গ্রেফতারকৃত স্বামী-স্ত্রীকে সুনামগঞ্জ বিঞ্জ-আদালতের মাধ্যেমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
১০ (মার্চ) সোমবার দুপুরে উপজেলার আশারকান্দি ইউনিয়নে হরিপুর গ্রামের হাজী মোহাম্মদ দানিছ মিয়ার বাড়ি থেকে সেনাবাহিনীর পোশাক,ব্যাজ পরিহিত ভুয়া মেজর পরিচয়কারী বাসিদুর রহমান (৩৮) ও তার স্ত্রীকে অভিযান চালিয়ে আটক করে যৌথবাহিনী।

আটককৃত ব্যক্তি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আঞ্জাপুর গ্রামের সাইমুল হকের পুত্র।

আইনশৃঙ্খলা বাহিনী ও এলাকাবাসীর মারফতে জানাযায়,প্রতারক বাসিদুর রহমান উপজেলার হরিহরপুর গ্রামের মৃতঃ কারী মখলিছ মিয়ার মেয়ে হামিদা বেগম (৪০) এর স্বামী পরিচয়ে বেশ কিছুদিন যাবত দানিছ মিয়ার বাড়িতে বসবাস করে আসছে।

সেখানে ভুয়া মেজর সেজে দাপটের সহিত এলাকার লোকজনের সাথে কারাপ আচরণ ও ভয়ভীতি দেখিয়ে ফায়দা হাসিল করে আসছিল।

এ-দিকে স্ত্রী হামিদা বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার রাসেল মিয়ার পরিবারের জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে।

ভুয়া মেজর হামিদা বেগমের পক্ষ নিয়ে দাপট দেখালে এবং একই স্হানে এতো দিন অবস্থানের কারণে এলাকার লোকজনের মাধ্যে সন্দেহ প্রবণতার সৃষ্টি হলে তাঁরা সেনাক্যাম্পে বিষয়টি জানান।

যার প্রেক্ষিতে সোমবার দুপুরে সেনা ক্যাম্পের মেজর আল জাবির মোহাম্মদ আসিব, ও জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়ার যৌথ নেতৃত্বে অভিযান চালিয়ে ভুয়া মেজর বাসিদুর রহমান ও তাঁর স্ত্রী পরিচয়দানকারী হামিদা বেগম(৪০) কে গ্রেফতার করতে সক্ষম হন।

এ-সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক সেট ইউনিফর্ম,বুট,গামজাম্বুট, একটি ডোন ক্যামেরা,দুইটি পাসপোর্ট,র‍্যাব-৯ লেখা সম্বলিত একটি ক্রেস্ট,কিছু কসমেটিক্স সামগ্রী,দা,ছুরি,চাকু,উদ্ধার করা হয়।
বাসিদুর রহমান ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগদেন এবং ২০২০ সালে ৩৭ এডি রেজিমেন্ট কর্পোরাল হিসেবে কর্মরত থাকাবস্হায় ছুটিতে এসে পলাতক হন।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান,ভূয়া মেজর পরিচয়দানকারী ও তাঁর স্ত্রী পরিচয়ে এক নারীকে আটক করা হয়েছে।

এ-ব্যপারে জগন্নাথপুর থানায় একটি মামলা যার নং-(১২) তারিখঃ ১০/০৩/২০২৫, ধারা:১৭০/
১৭১/৪২০/১০৯/৫০৬/প্যানেল কোট,১৮৬০ তৎসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির-১০(ক)/৪১ ধারা মোতাবেক মামলা দায়েরর মাধ্যেমে মঙ্গলবার আসামিদের সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments