মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে (২৪) একাধিক বার ধর্ষণ মামলার আসামী মোঃ হাবিবুল হাসান হাসিবকে (২৫), গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১১মার্চ) দিনগত রাত আড়াইটায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সুলতানাবাদ বেলদারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ধর্ষণ মোঃ হাবিবুল হাসান হাসিব, সে মহানগরীর পবা থানার বজরাপুর গ্রামের মোঃ হারুন অর রশিদের ছেলে। বুধবার র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, যুবতী মোসাঃ রোমানা সুলতানাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আসামী হাসিবুল ইসলাম হাসিব। এক পর্যায়ে তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। গত (১০ মার্চ) হাসিব পদ্মা নদীর ধারে বোড়ানোর কথা বলে ভিকটিমকে বোয়ালিয়া থানাধীন কাজুরী নামের একটি বাসায় নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। এরপর মঙ্গলবার ১১ মার্চ পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে একই জায়গায় একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে কৌশলে বাড়ী থেকে পালিয়ে যায়। পরে মোবাইল ফোন বন্ধ করে যোগাযোগ বন্ধ করে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী যুবতী নিজেই বাদী হয়ে মহানগরীর বোয়ালিয়া থানায় ধর্ষক হাসিব ও ধর্ষণে সহায়তাকারী অপর ২ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ধর্ষক হাবিবকে গ্রেফতার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করে র্যাব-৫। বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে বোয়ালিয়া থানা পুলিশ।