সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলাটাঙ্গাইলে ধর্ষকের কুশপুত্তলিতকা দাহ ও বিক্ষোভ সমাবেশ

টাঙ্গাইলে ধর্ষকের কুশপুত্তলিতকা দাহ ও বিক্ষোভ সমাবেশ

আব্দুল লতিফ তালুকদার: দেশজুড়ে শিশুসহ নারী ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে টাঙ্গাইলের ভূঞাপুরে ধর্ষকদের     কুশপুত্তলিকা দাহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করেছে সাধারণ ছাত্র-জনতা।

বুধবার (১২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এসে সমাবেশ, ধর্ষকের মুখ ও চোখ বেঁধে সিম্বলিক অ্যাক্টিভিটি, কুশপুত্তলিকা দাহ এবং পথ নাটক প্রদর্শন করেন শিক্ষার্থীরা। পথসভায় বক্তব্য রাখেন – বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বীথি, দপ্তর ও পাঠাগার সম্পাদক প্রেমা সরকার, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব আবু আহমেদ শেরষা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফাহাদ মিয়া, সহ-মুখ্যপাত্র মাহাদির খান ভাসানী, শিক্ষার্থী আফরিন জাহান প্রমুখ। বক্তারা বলেন- দেশে শিশু ও নারী ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন, লুটপাট, ও সহিংসতা বেড়েই চলছে। দেশের কারো কোন নিরাপত্তা নেই। ধর্ষণ করে ধর্ষকরা বীরদর্পে ঘুরাফেরা করছে। সারাদেশে আইনশৃংখলার ব্যাপক অবনতি হয়েছে। ধর্ষকদের বিচারহীনতার কারনে ধর্ষণ বেড়েই চলছে।

বক্তারা স্বররাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আপনি একজন ব্যার্থ উপদেষ্টা আপনি ওই পদের যোগ্যতা হারিয়েছেন। আপনার পদত্যাগ করা উচিত। দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের বিচার কার্যকর করতে হবে  অন্যথায় আমরা ছাত্র জনতা কঠোর আন্দোলনে যাবো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments