সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলাভূঞাপুরে বিএনপি’র নাম ভাঙিয়ে বালু ঘাটের রাস্তা দখল নেওয়ার অভিযোগ, সালিশি বৈঠকে...

ভূঞাপুরে বিএনপি’র নাম ভাঙিয়ে বালু ঘাটের রাস্তা দখল নেওয়ার অভিযোগ, সালিশি বৈঠকে সংঘর্ষ

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি’র নাম ভাঙিয়ে অবৈধ বালুর ঘাটের রাস্তা দখল নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে রিপন ডাক্তার নামে এক ঔষধ বিক্রেতার বিরুদ্ধে। এরই জেরে উপজেলার নিকরাইল ইউনিয়নের ন্যাংড়া বাজারে সালিশি বৈঠকে রিপন ডাক্তার ও ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল লতিফ দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটে।

জানা যায়, মাটিকাটার রিপন ডাক্তার নামে এক ঔষধ বিক্রেতা অবৈধ বালুর ঘাটের জন্য রাস্তা দখল নেওয়ার জন্য বিএনপি নেতাদের জায়গা-জমি দখল নেওয়ার জন্য নিকরাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ শেখ ও তার লোকজনের সাথে বিরোধ চলছিল। এনিয়ে গত ৮ মার্চ বিকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের ন্যাংড়া বাজারে বাগানবাড়ী এলাকায় বালুর ঘাটের জায়গা নিয়ে সালিশি বৈঠক বসে। এতে রিপন ডাক্তারের লোকজন পূর্বপরিকল্পিত ভাবে হামলা করে। এতে লতিফ গ্রুপের বেশ কয়েকজন আহত হয়। জমিদাতা মর্তুজ ও গফুরসহ অনেকে বলেন, বাগানবাড়ী বালুর ঘাটের জমিগুলো আমাদের পৈত্তিক সম্পতি। আওয়ামী লীগের দোসর রিপন ডাক্তারের কয়েক শতাংশ জমি ছাড়া কোনো জমি নেই। সেখানে তিনি বালু ফেলে আমাদের জায়গা দিয়ে বিএনপির নাম ভাঙিয়ে রাস্তা তৈরির চেষ্টা ও বিরোধ সৃষ্টি করছেন তিনি।

লতিফপক্ষের অপর আহত উপজেলা ছাত্রদলের নেতা সোহাকুর রহমান সোহাগ বলেন, রিপন ডাক্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বহিরাগত লোকজন নিয়ে সালিশি বৈঠকের একপর্যায়ে ইট-পাটকেল দিয়ে ঢিল ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমাদের এক নারীসহ ১০ জন আহত হয়েছি। বিএনপি নাম ভাঙিয়ে অবৈধ বালু ঘাটের রাস্তা দখল প্রসঙ্গে রিপন ডাক্তার বলেন, উপজেলা বিএনপি নেতৃবৃন্দের নিকট আমার পরিচয় জানতে পারবেন। আমি কারো রাস্তা দখল নেয়নি।

এ বিষয়ে ভূঞাপুর থানা তদন্ত (ওসি) আনোয়ার হোসেন বলেন, সালিশি বৈঠকে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ অভিযোগ দায়ের করেছেন, তদন্ত চলছে। ক্যাপশন: টাঙ্গাইলের ভূঞাপুরে বাগানবাড়ী বালুর ঘাটের রাস্তা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ডানে বসা রিপন ডাক্তার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments