সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলাকলাপাড়ায় ধর্ষণ বিরোধী লাঠি মিছিল, বিক্ষোভ ও সমাবেশ

কলাপাড়ায় ধর্ষণ বিরোধী লাঠি মিছিল, বিক্ষোভ ও সমাবেশ

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় সাধারণ ছাত্র জনতার আয়োজনে সারা দেশের মধ্যে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে যাওয়ায় ধর্ষণ বিরোধী লাঠি মিছিল ও বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এ ধর্ষণ বিরোধী লাঠি মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সামনে এসে আলোচনা ও বিক্ষোভ প্রতিবাদের মধ্যে দিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিতিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন যুবনেতা মাহবুবুর আলম নাঈম, আমরা কলাপাড়াবাসীর সভাপতি মো. নজরুল ইসলাম, সেক্রেটারি নাজমুস সাকিব, সাধারণ শিক্ষার্থী রবিউল ইসলাম অন্তর, সাধারণ শিক্ষার্থী মেহেদী হাসান রাতুলসহ প্রমূখ। বক্তৃতারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, বিশেষ করে ধর্ষণের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ লাঠি মিছিলটি করা হয়েছে।\

পরে সাধারণ ছাত্ররা কয়েকটি দাবী তুলে ধরেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং সমাজে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা ও প্রচারণা চালাতে হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments