বাংলাদেশ প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ছোট সগুনা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আজাহার আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। মসজিদের উন্নয়নের চাঁদা ধার্য নিয়ে শনিবার রাতে গ্রামের আলাউদ্দিন আহমেদ এবং কারিমুল পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।
আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোট সগুনা গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত আজাহার আলীর ছেলে রাশিদুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার ইফতারের সময় গ্রামের মসজিদের উন্নয়নের জন্য চাঁদা ধার্য নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। রাত ৮টার দিকে উভয় পক্ষ লাঠি, বর্শা ও লোহার রড নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় আজাহার আলীসহ ৯ জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেজিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজাহার আলী। এ নিয়ে গ্রামে উত্তেজনা তৈরি হলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর একপক্ষ গাঁ ঢাকা দেওয়ায় এবং অপরপক্ষ লাশ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি মামলার প্রস্তুতি নেওয়ায় কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকেরিয়া হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত শাহিন আনোয়ার (৫৭), মোশারফ হোসেন (৫৯) ও আমির হামজা (২০) নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।