রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাফেসবুকে ছবি দেখে মায়ের লাশ শনাক্ত প্রবাসী ছেলের

ফেসবুকে ছবি দেখে মায়ের লাশ শনাক্ত প্রবাসী ছেলের

বাংলাদেশ প্রতিবেদক: কুমিল্লার তিতাসে কবরস্থানের পাশ থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার দক্ষিণ আকালিয়া থেকে হোমনার মিরাস গ্রামের ছেলু মিয়ার স্ত্রী আয়েশা বেগমের (৪৮) লাশটি উদ্ধার হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি দেখে সৌদি আরব থেকে মায়ের লাশ শনাক্ত করেন ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়েশা বেগম তিন মাস ধরে উপজেলার মাথাভাঙ্গা গ্রামে বড় বোনের বাড়ি থাকতেন। তাঁর দুই সন্তানের মধ্যে মেয়ে বিবাহিত। ছেলে শির মিয়া সৌদিপ্রবাসী। তাঁর স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাড়িতে স্বামী ও সন্তান না থাকায় তিনি বোনের বাড়ি থাকতেন।

গতকাল রোববার বিকেলে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে আসেন তিনি। লাশ উদ্ধারের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রবাসী ছেলে তাঁর মাকে চিনতে পারেন। বাড়িতে বিষয়টি জানালে আজ সোমবার তাঁর স্বজনরা তিতাস থানায় এসে তাঁকে শনাক্ত করেন।

আয়েশা বেগমের স্বামী ছেলু মিয়া ও মেয়ে শিউলী আক্তার জানান, এক বছর আগ থেকে আয়েশা বেগম মানসিকভাবে অসুস্থ। মাঝেমধ্যে তিনি ভারসাম্যহীন হয়ে পড়েন, একবার স্ট্রোকও করেছেন। তিন মাস ধরে তাঁর সমস্যা বেড়েছে। এ জন্য বোনের বাড়ি থাকতেন।

তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, পুলিশ লাশ উদ্ধার করলে এটি আয়েশার বলে তাঁর স্বজনরা শনাক্ত করেছেন। তাঁর গায়ে কোনও আঘাতে চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments