রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাশার্শায় গৃহবধূর আত্মহত্যা, পরিবারের দাবী হত্যা

শার্শায় গৃহবধূর আত্মহত্যা, পরিবারের দাবী হত্যা

শহিদুল ইসলাম: যশোরের শার্শায় হাজেরা খাতুন(১৭) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ওই গৃহবধূর পরিবারের অভিযোগ এটা হত্যা।

মঙ্গলবার সন্ধায় উপজেলার জামতলা টেংরা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

মৃত হাজেরা খাতুন ওই গ্রামের আকাশ হোসেনের স্ত্রী ও ঝিকরগাছা উপজেলার দেওলী গ্রামের মেহেদী হাসানের মেয়ে।

তথ্যনুসন্ধানে জানাগেছে,গত এক বছর আগে ঝিকরগাছা উপজেলার দেওলী গ্রামের মেহেদী হাসানের মেয়ে হাজেরা খাতুনকে ভালবেসে বিয়ে করেন শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা বাজার পাঁড়া গ্রামের মৃত জামসেদ আলীর ছেলে আকাশ হোসেন।প্রথম দিকে তাদের সংসার জীবন ভালো চললেও পরে আকাশ ও হাজেরার মধ্যে প্রাই কলহ হতো।ঘটনারদিন তাদের দুজনের মধ্যে মনমালিন্য হয়।পরে স্বামী আকাশ বাজারে গেলে স্ত্রী হাজেরা ঘরের ভিতর জানালার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।আকাশ ঘরে ফিরে স্ত্রীকে ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখে তাকে উদ্ধার করে বাগআঁচড়ার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত গৃহবধূর পিতা মেহেদী জানান,তার মেয়ের সাথে তার জামাই ও দাদী শাশুড়ী রাহিমা সব সময় খারাপ ব্যবহার করতো।তাদের স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধিয়ে দিতো দাদী শাশুড়ী রহিমা। ঘটনারদিন তাদের মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে তার জামাই আকাশ ও তার দাদী মিলে হাজেরাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজাতে গলায় ফাঁস দিয়েছে বলে প্রচার করতে হসপিটালে নিয়ে যায় এবং তাদের মেয়ে অসুস্থ বলে তাদের খবর দেয়া হয়।খবর পেয়ে তারা এসে মেয়েকে মৃত অস্থায় দেখতে পান।তিনি এসময় অভিযোগ করে বলেন তার মেয়ে আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে। এ সময় তিনি তার মেয়ে হত্যার বিচার দাবী করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রবিউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,তিনি ও নাভারণ সার্কেল এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এটি হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত হতে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments