মঙ্গলবার, মে ৬, ২০২৫
Homeসারাবাংলাবেনাপোলে সীমান্তে ১টি দেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

বেনাপোলে সীমান্তে ১টি দেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

শহিদুল ইসলাম: যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় ১ টি দেশী পিস্তলসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শুক্রবার (২ মে) বেলা ১২ টার দিকে বিজিবি বেনাপোল সীমান্ত ধান্যখোলা জেলেপাড়া থেকে অস্ত্র গুলো উদ্ধার করে।তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টে কর্মরত হাবিলদার ফরিদুল ইসলাম এর নেতৃত্বে টহলদল মেইন পিলার ২৫/১-এস এর ২১ টি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলেপাড়া নামক স্থানে ধান ক্ষেতের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় ১টি দেশী পিস্তল এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

যার সিজার মূল্য ১১,৪০০/-(এগার হাজার চারশত) টাকা।

আটককৃত দেশী পিস্তল ও গুলি বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের মাধ্যমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানান বিজিবি ওই কর্মকর্তা

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments