শনিবার, মে ২৪, ২০২৫
Homeসারাবাংলামুন্সীগঞ্জে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ

মুন্সীগঞ্জে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ

বাংলাদেশ প্রতিবেদক: মুন্সীগঞ্জে স্ত্রীকে খুন করে থানায় আত্নসমার্পণ করেছে স্বামী। মঙ্গলবার (২০ মে) ভোর ৫টার দিকে ঘাতক স্বামী সুমন ওরফে সাহজাহান (৪৫) নিজেই সদর থানায় এসে জানায় সে তার স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্ত্রী মিতু আক্তারকে (২৮)।

তথ্য সূত্রে জানা যায়, প্রায় ৮ মাস আগে মিতু আক্তারকে বিয়ে করে সুম‌ন। মিতু আক্তারের আগে আরেকটি বিয়ে হয়েছিলো। সেখানে তিনটি সন্তান রয়েছে। সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়াঝাটি লেগেই থাকত। কিছুদিন আগে ঝগড়া করে মিতু তার বাবার বাড়িতে চলে যায়। গতকাল সোমবার তার স্বামীর বন্ধুরা তাকে বাড়িতে ফিরিয়ে আনে। সেদিনই রাত ২ টার দিকে স্ত্রী মিতুকে ধারালো বটি দিয়ে শরীরের বিভিন্ন অংশ ও গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে স্বামী সুমন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছে স্বামী সুমন মিয়া। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হ

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments