শনিবার, মে ২৪, ২০২৫
Homeসারাবাংলাশাহজাদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ১০

শাহজাদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ১০

বিমল কুন্ডু: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাগধুনাইল ও কুলিয়ারচর গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নজরুল ইসলাম (৫০) নামে একজন নিহত হয়েছেন । নিহত নজরুল ইসলাম বাগধুনাইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে । সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন । মঙ্গলবার (২০ মে ) সকাল ১০ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে । পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও খেলার মাঠকে কেন্দ্র করে বাগধুনাইল গ্রামের আনিস প্রামানিক ও কুলিয়ারচর গ্রামের আজম আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কুলিয়ারচর গ্রামে কোন খেলার মাঠ না থাকায় ওই গ্রামের ছেলেরা বাগধুনাইল গ্রামের মাঠে খেলাধুলা করতো । সোমবার (১৯ মে ) খেলাধুলাকে কেন্দ্র করে দুই গ্রামের ছেলেদের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে । এর জের ধরে মঙ্গলবার (২০ মে ) সকাল ১০ টার দিকে দুই গ্রামবাসী ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের আঘাতে বাগধুনাইল গ্রামের নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন । খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ আছলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এদিকে, পুনরায় সংঘর্ষ ও লুটপাটের আশঙ্কায় গ্রামের নারী -পুরুষ আসবাবপত্র ,ধান-চাল , গবাদিপশু ও দামি জিনিসপত্র নিয়ে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে ।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রামবাসী মধ্যে সংঘর্ষে নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন । পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে । ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে চরম উত্তেজনা বিরাজ করছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments