কাজী আতিকুর রহমান: নড়াইলের লোহাগড়ায় সড়ক উন্নয়ন কাজে রাস্তার পাশে থাকা রুলারের সাথে মোটরসাইকেলের ধাক্কায় দশম শ্রেণী ছাত্র সালমান নিহত হয়েছে।আহত হয়েছেন দুই নারী নিহতের মা চায়না বেগম ও ভাবি তাহেরা।ঘটনাটি ২১ মে বুধবার রাত আটটার সময়ে চরমঙ্গলহাটা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত সালমান দোয়া মল্লিকপুর গ্রামের শহীদ মল্লিক এর ছেলে।
এলাকাবাসী ও স্বজনের মাধ্যমে জানা যায়,সালমান তার মা ও ভাবীকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে লোহাগড়া আসছিলো। কিন্তু চরমঙ্গলহাটা গ্রামের আইয়ুব পুলিশ ও পজু মুন্সীর বাড়ির পাশে পাকা সড়কের উপর রাখা রাস্তার উন্নয়ন কাজের রুলার এর সাথে বাজাজ পালসার মোটরসাইকেলের ধাক্কা লাগে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এসময় সালমান সহ তার মা ও ভাবী রাস্তার খাদে পড়ে যায়। ঘটনাস্থলে সালমানের মৃত্যু হয়। গুরুতর আহত হন নিহতের মা চায়না বেগম ও ভাবি তাহেরা।তাদের লোহাগড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। নিহত সালমান মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পুলিশ নিহতের লাশ হেফাজতে নিয়েছে।