শুক্রবার, মে ২৩, ২০২৫
Homeবিনোদনশুধু হৃদয় ভাঙা নই, আমি ক্ষুব্ধ, লজ্জিত: বাঁধন

শুধু হৃদয় ভাঙা নই, আমি ক্ষুব্ধ, লজ্জিত: বাঁধন

বাংলাদেশ প্রতিবেদক: দেশ নিয়ে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নেই নিজের অবস্থান থেকে লড়াই করেছেন। তবে আজ গভীর হতাশা আর ক্ষোভে কণ্ঠস্বর নরম নয়, বরং জ্বলন্ত। অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলছেন `আমি শুধু হৃদয় ভাঙা নই, আমি ক্ষুব্ধ, লজ্জিত।’

এক সময়ের লাক্স-তারকা থেকে শুরু করে বলিউডের পর্দা, এই দীর্ঘ পথচলায় বাঁধনের স্বপ্ন ছিল একটি সুন্দর, ন্যায়ভিত্তিক বাংলাদেশ। সেই আশাতেই অংশ নিয়েছিলেন গত বছরের জুলাই মাসের গণআন্দোলনে।

তবে এক বছর না যেতেই সেই স্বপ্নভঙ্গের বেদনাই তাকে কাবু করে ফেলেছে। এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন জানান, আন্দোলনের সময় তার মনে ছিল প্রবল উত্তেজনা, একটা বিশ্বাস, এবার সত্যিই পরিবর্তন আসবে। এদিকে পরিবর্তন তো আসেনি, বরং পুরনো পচন ধরেছে আরও গভীরে।

বাঁধনের ভাষ্য `একই দুর্নীতিগ্রস্ত, পচে যাওয়া ব্যবস্থা এখনো রয়ে গেছে, যা প্রকৃত পরিবর্তনের সব আশা দমন করে ফেলছে।’

এই হতাশা শুধু রাষ্ট্রীয় কাঠামো নিয়ে নয়, প্রভাব ফেলেছে বাঁধনের ব্যক্তিগত জীবনেও। মানসিক স্বাস্থ্য নিয়ে আগে থেকেই খোলামেলা কথা বলেন তিনি। এবার জানিয়েছেন, তীব্র বিষণ্নতায় ভুগছেন, ওজন বেড়েছে, সবকিছুতেই জড়িয়ে গেছে একধরনের ক্লান্তি।

তবে এ অবস্থার মাঝেও থেমে থাকেননি। আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘এশা মার্ডার: কর্মফল’। ২০০৯ সালে আজিমপুরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর এক খুনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। সেখানে বাঁধনকে দেখা যাবে এক পুলিশ তদন্ত কর্মকর্তার ভূমিকায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments