বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীতে হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। এ সময় তার কাছ থেকে ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার ওই নারীর নাম মোছা. পারভীন। সোমবার সন্ধ্যায় মোহাম্মদপুর থানা এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই নারীর কাছ থেকে শাহী গুঁড়া মরিচ ও শাহী গুঁড়া হলুদের মোড়ক বা প্যাকেটে বিশেষভাবে প্যাকিং করা ২২০ গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়।