ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারের ধৃত আসামী হেলাল উদ্দিন কাটুর পরিত্যাক্ত পোল্ট্রি দোকান ঘরে এবং জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাটের দিহির মাঠ গ্রামের নুরুল মেম্বারের বাড়ীর পূর্ব দিক থেকে পৃথক ০২টি অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীর ০২টি সংঘবদ্ধ সিন্ডিকেটকে গ্রেফতার করে র্যাব-৫।
গ্রেফতার কৃত আসামীরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঢোরবোনা গ্রামের মৃত মঞ্জুর আলী ও মোছাঃ হেনা বেগমের ছেলে মোঃ হেলাল উদ্দিন কাটু (৩৫),একই গ্রামের মৃত মকবুল হোসেন ও মৃত জরিনা বেগমের ছেলে মোঃ নুহু (৩৫), হরিনগর গ্রামের মৃত মনিরুল ইসলাম ও মোছাঃ পিয়ারা বেগমের ছেলে মোঃ আবুল খায়ের মীম (৩৫), এবং জেলা সদরের মহারাজপুর চৌধুরী টোলা গ্রামের মৃত আসাদ মন্ডল, মাতা-মৃত ছকিনা বেগমের মোঃ নাসির (৪৯) (মূলহোতা),
রামচন্দ্রপুর হাট ম্যালকার পাড়া গ্রামের মৃত ইউসুফ ও মোছাঃ মিনুয়ারা বেগমের ছেলে মোঃ মতিন (৩৭),
রামচন্দ্রপুর হাট পুরান পাড়া গ্রামের মৃত বিশু মন্ডল ও মোছাঃ শাহজাদী বেগমের ছেলে মোঃ নাসরুল (৩৮), কৃষ্ণগোবিন্দপুর কামার পাড়া গ্রামের মৃত মঞ্জুর আলী ও মোছাঃ হামেশা খাতুনের ছেলে মোঃ আনোয়ারুল ইসলাম (৪৩)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে র্যাব-৫ এর একটি অপারেশন দল ২০ আগস্ট ২০২৩ ইং তারিখ রাত ১০টা ও সাড়ে ১১টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারের পরি মাকের্টের (মাছ পট্টির উত্তরে) আশা জুয়েলার্সের সামনে ধৃত আসামী হেলাল উদ্দিন কাটুর পরিত্যাক্ত পোল্ট্রি দোকান ঘরে এবং জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাটের দিহির মাঠ গ্রামের নুরুল মেম্বারের বাড়ীর পূর্ব পার্শে অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ের অপরাধে আসামী মোঃ হেলাল উদ্দিন কাটু (৩৫), পিতা-মৃত মঞ্জুর আলী, মাতা-মোছাঃ হেনা বেগম, মোঃ নুহু (৩৫), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-মৃত জরিনা বেগম, উভয় গ্রাম-ঢোরবোনা, মোঃ আবুল খায়ের মীম (৩৫), পিতা-মৃত মনিরুল ইসলাম, মাতা-মোছাঃ পিয়ারা বেগম, গ্রাম-হরিনগর, সর্ব থানা-শিবগঞ্জ,জেলা- চাঁপাইনবাবগঞ্জদেরকে ১০ (দশ) পুড়িয়া গাঁজা,০২টি গ্যাস লাইটার,০১টি গাঁজা সেবনের কল্কিসহ এবং মোঃ নাসির (৪৯) (মূলহোতা), পিতা-মৃত আসাদ মন্ডল, মাতা-মৃত ছকিনা বেগম, গ্রাম -মহারাজপুর চৌধুরী টোলা, মোঃ মতিন (৩৭), পিতা-মৃত ইউসুফ, মাতা-মোছাঃ মিনুয়ারা বেগম, গ্রাম- রামচন্দ্রপুর হাট ম্যালবার পাড়া, মোঃ নাসরুল (৩৮), পিতা-মৃত বিশু মন্ডল, মাতা-মোছাঃ শাহজাদী বেগম, গ্রাম- রামচন্দ্রপুর হাট পুরান পাড়া, মোঃ আনোয়ারুল ইসলাম (৪৩), পিতা-মৃত মঞ্জুর আলী, মাতা-মোছাঃ হামেশা খাতুন, গ্রাম-কৃষ্ণগোবিন্দপুর কামার পাড়া, সর্ব থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে ০৮ পুড়িয়া হেরোইন ০১টি গ্যাস লাইটার, ০২টি হেরোইন সেবনের আংতাসহ গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।