মহিনুল ইসলাম সুজন, নীলফামারী ঃ নীলফামারীর ডোমার উপজেলা শহরের ২৬ মামলার আসামি মাদক ব্যবসায়ী সাহিদা বেগম রূপা(৪০)কে হেরোইন সহ গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।রবিবার(২০ আগস্ট)বিকালে শহরের কাজীপাড়াস্থ বাড়ি থেকে দুই গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।জানা যায়, রূপার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ মোট ২৬টি মামলা রয়েছে।এসব মামলায় তিনি জামিনে বেড়িয়ে এসে একই ধরণের অররাধ করছিলেন।গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা হয়েছে।
২৬ মামলার আসামি রুপাকে হেরোইনসহ গ্রেপ্তার
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে উপজেলা শহরের কাজীপাড়ায় রূপা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে হোরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।রূপার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, বিশেষ ক্ষমতা আইন ও মাদকসহ এখন মামলার সংখ্যা ২৭।