মুহ. মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের এক মাংস ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ২ ভূয়া সাংবাদিককে গ্রেফতার করেছে র্যাব-৪।
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে জেলার বাসষ্ট্যান্ড এলাকায়।
র্যাব কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চত করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার কাচারিকান্দি গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে মোঃ বজলুর রহমান (২৮) ও সিংগাইর উপজেলার পৌরএলাকার বিনোদপুর মহল্লার মৃত কদম আলী বিশ্বাসের ছেলে মো. হারুন অর রশিদ (৫৩)।
অভিযোগের জানা যায়, মানিকগঞ্জ পৌরএলাকার জয়রা কসাই পট্রির মাংস বিক্রেতা আবুল কাশেমের বাড়িতে মঙ্গলবার(১২ সেপ্টম্বর) ভোররাতে তার গোয়াল ঘরে বিকলাঙ্গ দুই গরুর ভিডিও ধারণ করে ভুয়া সাংবাদিক বজলু ও হারুন। এ সময় তার ছেলে মো. আবুল বাশার (২৫) বিষয়টি দেখতে পায়। পরে তার বাবার
দোকানে কসাই পট্টিতে নিজেদেও বিভিন্ন চ্যানেল ও পত্রিকার সাংবাদিক পরিচয় ২ লাখ টাকা চাঁদা দাবী করে। আবুল কাশেম বিরুদ্ধে অভিযোগ তিনি প্রায়ই অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করেন। তার তথ্য-প্রমাণ ও ভিডিও চিত্র তাদেও কাছে আছে। চাঁদা না দিলে ভোক্তা অধিকার সহ প্রশাসনের মাধ্যমে জেল-জরিমানা করাবে মর্মে হুমকিসহ ভয়-ভীতি দেখায়। আবুল কাশেম কৌশলে কালক্ষেপন করে কথা বলার একপর্যায়ে বিষয়টি গোপনে মোবাইলে র্যাব-৪, সিপিসি-৩ অবহিত করেন। কিছুক্ষণ পরে র্যাবের
একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে তাদেও দুজনকে আটক করেন। তাদের কাছ থের্কে,লোগো সম্বলিত জি বাংলা টিভির বোম। দৈনিক ক্রাইম তালাশ, দৈনিক খবরের আলো, গণমুক্তিসহ পাঁচটি পত্রিকার আইডি কার্ড ওভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।
অভিযোগ রয়েছে হারুণ অর রশিদ বঙ্গবন্ধু ফাউন্ডেশন লীগের সিংগাইর উপজেলা শাখার সভাপতি। এরপর থেকে দৈনিক পত্রিকার নাম ব্যবহার করে বিভিন্ন অফিস ও লোকজনের কাছে টাকা পয়সা হাতিয়ে নিত।