বাংলাদেশ প্রতিবেদকঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরি হওয়ার ঘটনায় চার রাজস্ব কর্মকর্তাকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা সাইদুল ইসলাম সাহেদ, শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।
মঙ্গলবার ঢাকা কাস্টম হাউস কমিশনার একেএম নুরুল হুদা আজাদ স্বাক্ষরিত এক আদেশে সাময়িক বরখাস্তের এই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর শনিবার রাত সোয়া ১২টা থেকে পরদিন সকাল সাড়ে ৮টার মধ্যে কে বা কারা গুদামের আলমারির লকার ভেঙে ৫৫ কেজি স্বর্ণ চুরি করে নিয়ে যায়। রোববার সকাল ৯টার দিকে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ও গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা মাসুদ রানা বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখার কাছে শুল্ক বিভাগের গুদামের মূল্যবান পণ্যসামগ্রী রাখার একটি স্টিলের আলমারির লক ভাঙা দেখতে পান।
এ ঘটনায় ৩ সেপ্টেম্বর রাতে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। পরে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশে হস্তান্তর করা হয়।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকরাম হোসেন বুধবার জানান, অধিকতর তদন্তের জন্য মামলাটি বিমানবন্দর থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে তদন্তের কাজ শুরু হয়েছে। চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।