ওয়াহিদুর রহমানঃ সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানা-পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ১৭ বস্তা ভারতীয় অবৈধ মালামালসহ ৩ জন ও ধর্ষণের অভিযোগে ১জন মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের ২৫ (সেপ্টেম্বর) সোমবার সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ মারফতে জানাযায়,২৪(সেপ্টেম্বর) রোববার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও কাটাগাঙ্গ সেতু এলাকায় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল-শামীম পরিবহন যার নং-ঢাকা মেট্রো-ব-১৫-৭২৩৪ একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে।এসময় বাসটির মালামাল রাখার স্থান থেকে ১৭ বস্তা অবৈধ ভারতীয় তৈরী ফুচকা,হরলিক্স ও কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা।
পুলিশ এ-সময় ভারতীয় অবৈধ মালা-মাল বহনকরী পরিবহণকে আটক ও চোরাকারবারি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় গ্রামের মৃত রাজ আমিনের পুত্র জাহাঙ্গীর আলম (৪৪),একই গ্রামের আশরাফ উদ্দিনের পুত্র নজির হোসেন (২৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃতঃ তজমিল আলীর পুত্র ফরহাদ আলম সাগর (২৪)কে গ্রেফতার করতে সক্ষম হয় জগন্নাথপুর-থানা-পুলিশ।
অপর-দিকে ২৪ (সেপ্টেম্বর)রোববার জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)সুশংকর পালের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে মজিদপুর গ্রামের রুস্তম আলীর পুত্র ধর্ষণ মামলার পলাতক আসামী আলী হোসেন(৩০)কে গ্রেফতার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান,২৫(সেপ্টেম্বর)সোমবার অবৈধ ব্যবসায়ী তিনজনকে বিশেষ ক্ষমতা আইনে ও ধর্ষণ মামলার একজন আসামীকে নারী ও শিশু নির্যাতন আইনের ধারা মোতাবেক সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়ছে।