শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeঅর্থনীতিমেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

বাংলাদেশ প্রতিবেদক: চাঁদপুরের মতলবে মেঘনা নদীতে দুদিন ধরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। আজ বৃহস্পতিবার সকালে মতলব উত্তরের ছেংগারচর, মোহনপুর, আমিরাবাদ, এখলাছপুর আড়তে ক্রেতাদের থেকে বিক্রেতারা উপস্থিত ছিল চোখে পড়ার মতো।

জানা যায়, হঠাৎ মেঘনায় গত দুদিনে ধরা পড়েছে প্রচুর ইলিশ। ইলিশ ধরা পড়ায় চাঁদপুর মতলব উত্তরে উপজেলার কয়েক হাজার জেলে পরিবার মহাখুশি। এ কারণে বাজারে ইলিশের দাম আগের চেয়ে কমেছে।

এ বিষয়ে জেলে আকবর আলী বলেন, মেঘনায় কাটাখালী এলাকায় তিনি জাল ফেলেন। কিছুক্ষণ পরই দেখতে পান পুরো জাল ইলিশে ভর্তি। পরে মাছগুলো আমিরাবাদ আড়তে এনে ১০ হাজার টাকায় বিক্রি করেন।

মতলব উত্তর উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব উত্তর উপজেলার ষাটনল, দশানী, বাহাদুরপুর, মালোপাড়া, এখলাছপুর, মোহনপুর, আমিরাবাদ, জহিরাবাদ, চরওয়েষ্টার, বোরচর, চরউমেদ, বাহেরচর এলাকাসহ উপজেলায় ৮ হাজার ৩২৫ জেলে পরিবার রয়েছে। তারা মেঘনায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। মাছ ধরা ও বিক্রি করাই তাদের পেশা। নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ায় জেলে পরিবারের লোকজনের মুখে হাসি ফুটেছে।

আমিরাবাদ মাছের আড়তের ব্যবসায়ী মিঠু জানান, আড়তে আগে প্রতিদিন ৫০ থেকে ১০০ কেজি ইলিশ বিক্রি হতো। এখন কয়েক গুণ বেশি কেজি ইলিশ বিক্রি হচ্ছে। দামও আগের চেয়ে কমেছে।

ছেংগারচর বাজার ব্যবসায়ী মো. লাল মিয়া বলেন, বৃহস্পতিবার প্রায় এক কেজি ওজনের ইলিশ মাছের হালি (চারটি) তিন হাজার টাকা দিয়ে কিনেছেন। অথচ এ মাছ চার-পাঁচ দিন আগে পাঁচ হাজার টাকা ছিল।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, নদীর পাড়ের আড়ত ঘুরে দেখেছি প্রচুর ইলিশ ধরা পড়ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments