শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeঅর্থনীতিখুচরা বাজারে এখনো আলুর কেজি ৪৫ টাকা

খুচরা বাজারে এখনো আলুর কেজি ৪৫ টাকা

বাংলাদেশ প্রতিবেদক: খুচরা বাজারে এখনো ৪৫ টাকার নিচে পাওয়া যাচ্ছে না আলু। সরকারের বেঁধে দেয়া দাম, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও সরবরাহ কম থাকায় সোমবার থেকে রাজধানীর কারওয়ান বাজারে আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন আড়ৎদাররা।
মোকাম থেকে কারওয়ান বাজারে আলু না আসায় ও ভ্রাম্যমাণ আদালতের কারণ দেখিয়ে সকাল থেকে বিক্রি বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

পরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দ্রুত সংকট সমাধানের আশ্বাস দেয়া হয়।
ব্যবসায়ীরা জানান, আড়তে আলু না আসলে সংকটে পড়তে হবে তাদের।

তাই দ্রুত আলুর সরবরাহ বাড়ানোর দাবি তাদের। এ বছর আলুর উৎপাদন ২০ ভাগ কম হয়েছে। এতে কিছুটা ঘাটতি থাকায় আলুর দাম বেড়েছে বলেও জানান ব্যবসায়ীরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments