বাংলাদেশ প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১টি কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে নয়টি কোম্পানি তাদের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), একটির পুনঃপ্রাথমিক গণপ্রস্তাব (আরপিও) এবং একটির রাইট শেয়ার ইস্যু করে সংগ্রহ করা অর্থের সঠিক ব্যবহার খতিয়ে দেখবে বিএসইসি। একইসঙ্গে কোম্পানিগুলোর কারখানা, অফিস, আর্থিক হিসাব ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমও তদন্ত করা হবে।
সম্প্রতি এ বিষয়ে বিএসইসি পৃথক পৃথক আদেশ জারি। বিএসইসির জারি করা আদেশ কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) বরাবর পাঠানো হয়েছে।
এ তদন্তে কোম্পানিগুলোর জন্য পৃথক পৃথক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটি কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রমে কোনো অসঙ্গতি করেছে কি-না তা খতিয়ে দেখবে। ৩০ ও ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্তের আওতাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে: কোম্পানিগুলো হলো-আমরা নেটওয়ার্ক লিমিটেড, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, লুব-রেফ বাংলাদেশ লিমিটেড, নাভানা ফার্মাসিটিক্যাল লিমিটেড, রিং সাইন টেক্সটাইলস লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড, শিকদার ইন্সুরেন্স লিমিটেড, সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড এবং একটিভ ফাইন কেমিক্যাল লিমিটেড।
বিগত সরকারের সময় এসব কোম্পানির বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তবে নতুন কমিশনের অধীনে বিএসইসি পুঁজিবাজারের কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রমে অসঙ্গতি খুঁজে বের করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
বিএসইসি-র আদেশে বলা হয়েছে, এই কোম্পানিগুলোর কারখানা, প্রধান অফিস, আর্থিক হিসাব ও অন্যান্য নথিপত্র পরিদর্শন করে তাদের আয়-ব্যয়ের সঠিকতা যাচাই করতে হবে। এছাড়া আইপিও বা আরপিও বা রাইট শেয়ার ইস্যুর অর্থ সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা, সেই সঙ্গে লেনদেনের নগদ প্রবাহ ও মূল্যায়ন সঠিক হয়েছে কিনা, এসব বিষয় নিশ্চিত করতে হবে।
তদন্তকারীরা ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন যাচাই করবেন এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে লেনদেন থাকলে তা চিহ্নিত করবেন। এছাড়া রাইট শেয়ার ইস্যুর অর্থের সঠিক ব্যবহার ও সময়মতো আর্থিক প্রতিবেদন প্রদানও পর্যালোচনা করা হবে।
একটিভ ফাইন কেমিক্যালের বিষয়ে বিশেষভাবে কোম্পানির কর্পোরেট গভর্নেন্স নীতিমালা, পরিচালনা পর্ষদ, শেয়ারহোল্ডিং ইত্যাদি বিষয়েও তদন্ত করা হবে।