শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Homeঅর্থনীতিবাটা’র চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

বাটা’র চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

বাংলাদেশ প্রতিবেদক: বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০৫ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর চূড়ান্ত লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে কোম্পানিটি একই বছরের জন্য ৩৪০% অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয়েছে। সব মিলিয়ে কোম্পানিটি ২০২৪ সালের জন্য মোট ৪৪৫% শতাংশ নগদ লভ্যাংশ দিচ্ছে।

কোম্পানির প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২৪-এ শেষ হওয়া অর্থবছরে বাটা ২০২৩ সালের টার্নওভারের ৯৪% অর্জন করেছে, যা প্রতিকূল পরিস্থিতিতেও কোম্পানির দৃঢ়তা ও স্থিতিশীলতা প্রকাশ করে।

গত বছর গ্রাহকদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় কারণে গ্রাহকরা ব্যয় কমিয়ে আনতে বাধ্য হয়। ফলে, গ্রাহক পর্যায়ে ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এছাড়া, দেশব্যাপী অস্থিরতা ও সহিংসতা ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণে গত বছরের তৃতীয় প্রান্তিকের বিভিন্ন সময়ে বাটার প্রায় ৫০% দোকান বন্ধ ছিল।

এই সকল চ্যালেঞ্জ সত্ত্বেও, বাটা এর অপারেশনাল দক্ষতা ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নিজেদের প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হয়েছে। গ্রাহকদের আস্থার ওপর ভিত্তি করে অনিশ্চয়তা কাটিয়ে ভবিষ্যতেও প্রবৃদ্ধি অর্জন অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদী এই প্রতিষ্ঠানটি।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৬২ পয়সা, যা আগের বছর ২৯ টাকা ৩১ পয়সা ছিল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments