বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
Homeশিক্ষাইবি ছাত্রলীগ সভাপতি-সম্পাদক অবাঞ্ছিত ঘোষনা

ইবি ছাত্রলীগ সভাপতি-সম্পাদক অবাঞ্ছিত ঘোষনা

বাংলাদেশ প্রতিবেদক: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাদের একাংশ।
অভিযোগ উঠে মোটা অংকের অর্থের বিনিময়ে নেতা হয়ে এসেছে।
ছাত্রলীগের সদ্য ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় এ ঘোষণা দেন তারা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে মিছিল শুরু করেন ছাত্রলীগের নেতা কর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে উপস্থিত একাংশের নেতাকর্মীরা অডিও কেলেঙ্কারির ঘটনায় আলোচনায় আসা বর্তমান ইবি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের কৃতকর্ম তুলে ধরেন। এসময় তার বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে নেতা হয়ে আসা, নারী কেলেঙ্কারি, নিয়োগ বাণিজ্যসহ বেশকিছু অভিযোগ এনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
পাশাপাশি তারা সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তারা সদ্য সাবেক সভাপতি-সেক্রেটারি শোভন-রব্বানীর সমালোচনা করে বলেন এরা (শোভন-রব্বানী) ছাত্রলীগকে কাদের হাতে দিয়েছে দেখে যান।

মিছিলে ছাত্রলীগ কর্মী জোবায়ের, অনিক, আবির, শাহজালাল ইসলাম সোহাগ, মোশাররফ হোসেন নীল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর সদ্য পদত্যাগের নির্দেশ পাওয়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে জড়িয়ে ইবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবের অডিও ফাঁস হয়। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন রাকিব।
তবে এসকল অভিযোগ নাকচ করে দিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, এসব ভিত্তিহীন বানোয়াট ও কল্পনাপ্রসূত এসবের সাথে আমার কোন ধরনের সম্পৃক্ততা নেই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments