বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeআন্তর্জাতিকপরমাণু অস্ত্র নিয়ে বৈঠকে বসছে পাকিস্তান

পরমাণু অস্ত্র নিয়ে বৈঠকে বসছে পাকিস্তান

কাগজ ডেস্ক: মঙ্গলবার ভোরে পাকিস্তানে ঢুকে ভারতের হামলার পর পরমাণু অস্ত্র নিয়ে জরুরি বৈঠকে বসছে পাকিস্তান। এনিয়ে মঙ্গলবারও বৈঠকে বসেছিল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ। সেখান থেকে দিল্লিকে হুমকি দিকে ইসলামাবাদ বলেছে, নিজেদের সময় মতো ভারতকে ‘সারপ্রাইজ’ দেবে। এরই মধ্যে আজ ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছে পাকিস্তান। এই কমিটি আসলে পাকিস্তানের পরমাণু অস্ত্র সংক্রান্ত সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণ করে।
এনডিটিভির খবর, পাকিস্তান বলছে, ভারত যা করেছে তার জবাব দেওয়া হবে। শুধু তাই নয় গোটা বিষয়টি জাতিসংঘে জানাবে পাকিস্তান। সাংবাদিকদের পাকিস্তানি সেনার এক মুখপাত্র জানিয়েছেন, আমরা ভারতকে চমকে দেব। তাঁর কথাতেই স্পষ্ট হয়েছে, এই চমকে দেওয়ার ব্যাপারটা সামরিক এবং রাজনৈতিক- দু’ভাবেই হবে।
এরই মাঝে আজ বুধবার পরমাণু অস্ত্র নিয়ে বৈঠকে বসছে পাকিস্তান। তাছাড়া আজই পাক সংসদের যৌথ অধিবেশন ডাকা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments