শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeআন্তর্জাতিকভারতে করোনায় মৃত বেড়ে ৫, আক্রান্ত ২০০

ভারতে করোনায় মৃত বেড়ে ৫, আক্রান্ত ২০০

বাংলাদেশ ডেস্ক: ভারতে করোনাভাইরাসে (কভিড-১৯) মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২০০ জন।
জানা যায়, সর্বশেষ রাজস্থানে মৃত্যু হয়েছে ইতালির এক পর্যটকের (৬৯)। জয়পুরের ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রাথমিকভাবে করোনা আক্রান্ত হলেও পরে ভাইরাসমুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
এর আগে দিল্লি, কর্নাটক, মহারাষ্ট্র এবং পাঞ্জাবে করোনা আক্রান্ত হয়ে মোট চারজনের মৃত্যু হয়।
নতুন করে করোনা ছড়াচ্ছে অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর মতো রাজ্যে। দ্বিতীয় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে কলকাতায়। ভারতে মহারাষ্ট্রে সংক্রমণ এখন পর্যন্ত সর্বাধিক।
এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে কমপক্ষে ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৫০০ জনে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments