শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeআন্তর্জাতিককরোনা একদিনে কেড়ে নিল ১৬৩১ প্রাণ

করোনা একদিনে কেড়ে নিল ১৬৩১ প্রাণ

বাংলাদেশ ডেস্ক: চীনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। প্রতিদিনই প্রাণ কেড়ে নিচ্ছে সহস্রাধিক মানুষের। শুধু রোববারই গোটা বিশ্বে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৬৩১ জন। এর মধ্যে ইতালিতেই ৬৫১ জন। এ নিয়ে করোনায় সারাবিশ্বে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৪,৬৩৮ জনে। আর সংক্রমিত ৩ লাখ ৩৭ হাজার ৪৩০ জন।
চীনের দাবি, তাদের দেশে করোনা নিয়ন্ত্রণে এসে গেছে। শনিবার প্রাণ হারিয়েছেন মাত্র ৯ জন। কিন্তু ইতালি তাদের পেছনে ফেলে এ মুহূর্তে বহু এগিয়ে, স্পেনেও ৩৯১ জন মারা গেছেন এ মারণ ভাইরাসে। ইরানে ১২৯ জন, ফ্রান্সে ১১২ জন, জার্মানিতে ১০ জন, সুইজারল্যান্ডে ১৮ জন, নেদারল্যান্ডে ৪৩ জন, ইন্দোনেশিয়ায় ১০ জন, অস্ট্রেলিয়ায় ৮ সহ বিভিন্ন দেশে করোনায় আক্রন্ত হয়ে মারা গেছেন।

করোনায় কাঁপছে ব্রিটেন-আমেরিকাও। শনিবার ব্রিটেনে মারা গেছেন ৮৪ জন, সংক্রমিত ৫৬৮৩ জন। আমেরিকায় প্রাণ হারিয়েছেন ১১৭ জন, মোট সংক্রমিত ৩৩৫৪৬ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments