বাংলাদেশ ডেস্ক: এবার হিজাব উৎসব পালন করেছে ব্রিটেনের কিশোরীরা। ইরাকী কিশোরীদের পর তারাও বর্ণাঢ্য আয়োজনে ‘গোল্ডেন ক্রাউন ফেস্টিভ্যাল’ নামে এ উৎসব পালন করল।

রোববার ব্রিটেনের বার্মিংহামে স্থানীয় বি-রায়ইয়াতি মসজিদের উদ্যোগে উৎসবটি অনুষ্ঠিত হয়।

এতে অন্তত ২০০ কিশোরী আনুষ্ঠানিকভাবে হিজাব পরিধান শুরু করে।

শৈশবেই নতুন প্রজন্মকে ইসলামী বিশ্বাসের প্রতি যত্নশীল করে গড়ে তুলতেে এ আয়োজন।
মেয়েদেরকে ইসলামী হিজাব পরিধানে উদ্বুদ্ধ করা ও হিজাব পরিধানের ওপর অভ্যস্ত করে গড়ে তুলতে এ উৎসবের আয়োজন করা হয়।

একইসাথে উৎসব আয়োজনের মূল লক্ষ্য হলো- শৈশব থেকেই যেন এখানের নতুন প্রজন্ম ইসলামী বিশ্বাস ও পরিচয়ের প্রতি যত্নশীল হয়ে বেড়ে ওঠে।

উল্লেখ্য, গত শুক্রবার ইরাকের কুর্দিস্তানের সুলাইমানিয়া এলাকার উত্তরাঞ্চলীয় শহর দোহকেও হিজাব উৎসব করে সেখানের কিশোরীরা। তাতে ১৫ থেকে ২৫ বছর বয়সী অন্তত ২ হাজার ২৫৪ জন কিশোরী অংশ নেয়। ভারতে চলমান হিজাব বিতর্কের মধ্যে বিশ্বের নানা স্থানে মুসলিম মেয়েদের মাঝে এরূপ হিজাব উৎসব ইতিবাচক বলছেন বিশ্লেষকরা।

সূত্র : ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স

আরও পড়ুন  চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন সম্রাট
Previous article১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে কাজে নিয়োগ দেয়া যাবে না
Next articleবিয়ের প্রলোভনে ধর্ষণ, চিরকুট লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।