শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeআন্তর্জাতিকএবার ব্রিটেনের কিশোরীদের হিজাব উৎসব

এবার ব্রিটেনের কিশোরীদের হিজাব উৎসব

বাংলাদেশ ডেস্ক: এবার হিজাব উৎসব পালন করেছে ব্রিটেনের কিশোরীরা। ইরাকী কিশোরীদের পর তারাও বর্ণাঢ্য আয়োজনে ‘গোল্ডেন ক্রাউন ফেস্টিভ্যাল’ নামে এ উৎসব পালন করল।

রোববার ব্রিটেনের বার্মিংহামে স্থানীয় বি-রায়ইয়াতি মসজিদের উদ্যোগে উৎসবটি অনুষ্ঠিত হয়।

এতে অন্তত ২০০ কিশোরী আনুষ্ঠানিকভাবে হিজাব পরিধান শুরু করে।

শৈশবেই নতুন প্রজন্মকে ইসলামী বিশ্বাসের প্রতি যত্নশীল করে গড়ে তুলতেে এ আয়োজন।
মেয়েদেরকে ইসলামী হিজাব পরিধানে উদ্বুদ্ধ করা ও হিজাব পরিধানের ওপর অভ্যস্ত করে গড়ে তুলতে এ উৎসবের আয়োজন করা হয়।

একইসাথে উৎসব আয়োজনের মূল লক্ষ্য হলো- শৈশব থেকেই যেন এখানের নতুন প্রজন্ম ইসলামী বিশ্বাস ও পরিচয়ের প্রতি যত্নশীল হয়ে বেড়ে ওঠে।

উল্লেখ্য, গত শুক্রবার ইরাকের কুর্দিস্তানের সুলাইমানিয়া এলাকার উত্তরাঞ্চলীয় শহর দোহকেও হিজাব উৎসব করে সেখানের কিশোরীরা। তাতে ১৫ থেকে ২৫ বছর বয়সী অন্তত ২ হাজার ২৫৪ জন কিশোরী অংশ নেয়। ভারতে চলমান হিজাব বিতর্কের মধ্যে বিশ্বের নানা স্থানে মুসলিম মেয়েদের মাঝে এরূপ হিজাব উৎসব ইতিবাচক বলছেন বিশ্লেষকরা।

সূত্র : ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments