শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeআন্তর্জাতিকআফগান সীমান্তে অতর্কিত হামলায় ৭ পাকিস্তানি সৈন্য নিহত

আফগান সীমান্তে অতর্কিত হামলায় ৭ পাকিস্তানি সৈন্য নিহত

বাংলাদেশ প্রতিবেদক: আফগানিস্তান সীমান্তে সন্দেহভাজন উগ্রবাদীদের অতর্কিত হামলায় পাকিস্তানের অন্তত সাত সেনা সদস্য নিহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান বাহিনীর ওপর সবচেয়ে প্রাণনাশক এ আক্রমণের ঘটনাটি ঘটেছে উত্তর ওয়ারিজিস্তান জেলার ইশাম এলাকায়। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ওই গ্রুপটি সেনাবহরে হামলা চালালে এ প্রাণহানি ঘটে।

বিবৃতিতে জানানো হয়েছে, গোলাগুলিতে সাতজন পাকিস্তানি সেনা ও চারজন সন্ত্রাসী নিহত হয়েছে।

নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ অব্যাহত থাকবে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার কথা স্বীকার করেনি। তবে পাকিস্তান কর্তৃপক্ষ আফগান সীমান্তবর্তী অঞ্চলে কার্যক্রম চালালো কয়েকটি উগ্রবাদী গোষ্ঠীর সমন্বয় তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) এ ঘটনার জন্য দায়ী করছে।

পাহাড়ি অঞ্চল উত্তর ওয়ারিজিস্তানে টিটিপিকে নির্মূল করতে ২০১৪ সাল থেকে অভিযান পরিচালনা করে আসছে পাকিস্তান।

কিছু সফল অভিযানে টিটিপি পার্শ্ববর্তী আফগানিস্তানে সরে গেছে দাবি করে পাকিস্তান বলছে, সন্ত্রাসী গোষ্ঠীটি এখন পাকিস্তান নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ আফগানিস্তান সীমান্তে ঘাঁটি গেড়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments