রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeআন্তর্জাতিকফ্রিজ খুলতেই মিললো ৩০ টুকরো করে কাটা তরুণীর দেহ

ফ্রিজ খুলতেই মিললো ৩০ টুকরো করে কাটা তরুণীর দেহ

বাংলাদেশ ডেস্ক: একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হলো এক তরুণীর টুকরো টুকরো করা দেহ। দেহাংশ উদ্ধারের পর পুলিশের প্রাথমিক অনুমান ২৯ বছরের ওই তরুণীকে চার থেকে পাঁচ দিন আগে খুন করে দেহের প্রায় ৩০ টি টুকরো করা হয়েছে। ভারতের দক্ষিণের রাজ্য বেঙ্গালুরুতে ভ্যালিকাভাল থানার ভিরান্না ভাবনা এলাকার যে ঘরে তিনি ভাড়া থাকতেন, সেখানেই থাকা ১৬৫ লিটার ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে দেহাংশ।

প্রতিবেশীরা পাশের ফ্ল্যাট থেকে কটূ গন্ধ আসছে বুঝতে পেরে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেখে ফ্রিজে ভরে রাখা হয়েছে ওইসব দেহাংশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই তরুণীর নাম মহালক্ষ্মী। তিনি বিবাহিত ছিলেন। স্বামীর নাম হেমন্ত দাস। স্বামীর সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। মাস তিনকে আগেই তিনি ওই এক কামরার ফ্ল্যাটে ভাড়া থাকতে আসেন। একাই থাকতেন। পুলিশের আরও অনুমান কমপক্ষে পনের দিন আগে তাকে খুন করা হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ও বেশি কথা বলত না। এখানে একাই থাকত। সকালে বেরিয়ে সেই রাতে বাড়ি ফিরত। কিছুদিন ওর দাদা এখানে এসে ছিল। তিনি চলে যাওয়ার পর ওর মা ও বোন আসেন। সেই সময় তারা দুর্গন্ধ পেয়ে ফ্রিজ খুলে দেখে এই অবস্থা।”কে বা কারা তরুণীকে খুন করেছে তা নিয়ে ধোঁয়াশা। প্রশ্ন উঠছে জীবিত অবস্থায় তার দেহ টুকরো করা হয়েছে না কি খুনের পর এই নৃশংস কাণ্ড? তরুণীর ফ্ল্যাটে কারা কারা আসতেন সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বেঙ্গালুরুর এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে দিল্লির শ্রদ্ধার ঘটনা। ২০২২ সালের ২০ নভেম্বর কিছু দিন নিখোঁজ থাকার পর দিল্লির ছতরপুরের নিকটবর্তী একটি জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল শ্রদ্ধার দেহ। তার দেহের ৩৫ টুকরো করার অভিযোগ ওঠে সঙ্গী আফতাব আমিনের বিরুদ্ধে। শুধু তাই নয় সেই দেহাংশ একএক করে দিল্লির বিভিন্ন জায়গায় ফেলে আসে সে ।

সূত্র : livemint

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments