শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
Homeআন্তর্জাতিকবাংলাদেশ নিয়ে কটূক্তি: কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

বাংলাদেশ নিয়ে কটূক্তি: কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

বাংলাদেশ প্রতিবেদক: বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী ও রাজ্যের বহিষ্কৃত বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা হয়েছে। তিন সপ্তাহের ব্যবধানে এটি তার বিরুদ্ধে দ্বিতীয় বিদ্বেষমূলক বক্তব্যের মামলা। শিবমোগা পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলাটি করেছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হিন্দু হিতরক্ষণা সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল যৌথভাবে আয়োজিত একটি সমাবেশ করে। সেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত সহিংসতা এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে প্রতিবাদ জানানো হয়। ঈশ্বরাপ্পা সেই সমাবেশে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে তিনি মুসলিমদের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রেখেছিলেন। তখনো পুলিশ মামলা করেছিল। ঈশ্বরাপ্পা কর্ণাটকে প্রভাবশালী লিঙ্গায়েত নেতা হিসেবে পরিচিত। ২০২২ সালের গোড়ায় দুর্নীতি এবং এক ঠিকাদারকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত হয়েছিলেন ঈশ্বরাপ্পা। এর জেরে তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়েরক বিজেপি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন। এর পরে বিজেপি তাকে ছয় বছরের জন্য বহিষ্কার করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments