শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeআইন-আদালতএসএটিভির সিইও সহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এসএটিভির সিইও সহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জয়নাল আবেদীন: বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির বিরুদ্ধে মানহানিকর খবর পরিবেশন করার অভিযোগে দায়ের করা মামলায় এস এ টিভির সিইও সালাহউদ্দিন জাকি সহ চার জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দিয়েছেন রংপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তা । মামলার অপর তিন জন হলেন এসএ টিভির চীফ রিপোর্টার বাদশা, স্টাফ রিপোর্টার সোহেল ও ফেস বুক আইডির একাউন্ট হোল্ডার সালাহ উদ্দিন তালুকদার । মামলার বাদী আইনজীবী ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জণ সূত্রে জানা গেছে, যুবলীগ কর্মী রংপুর নগরীর মনোহর চওড়া পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে হারুনুর রশীদ বাদী হয়ে অভিযোগ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ যোগ্য ও নিষ্ঠাবান সংসদ সদস্যদের মধ্য থেকে মন্ত্রী পরিষদ গঠন করেন। তারা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। আসামীরা মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য রাষ্ট্রবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এসএ টেলিভিশনে জনৈক জহির মিয়াকে প্ররোচিত করে তার একটি উদ্দেশ্য মূলক ও মনগড়া সাক্ষাৎকার ধারণ করে তা সুকৌশলে জনৈক সালাহ উদ্দিন তালুকদারের ফেসবুক পেজে প্রচার করেন। ওই সাক্ষাৎকারটি এস এ টিভির ক্যামেরায় স্টাফ রিপোর্টার সোহেল কর্তৃক ঢাকা বিমান বন্দর রেলওয়ে ষ্টেশনে ধারণ করা হয়। আসামী এসএ টিভির স্টাফ রিপোর্টার ফেসবুক পেজে দেয়া ভিডিওতে তার উপস্থাপনা ও বর্ণনায় মানহানিকর মিথ্যা অভিযোগ উত্থাপন করে প্রচার করেন। সেখানে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির নাম উল্লেখ করে ৪০ বিঘা সম্পত্তি যা জহিরের তা মন্ত্রী জবর দখল করে ভোগ করছে বলে উল্লেখ করা ছাড়াও আরও বেশ কিছু আপত্তিকর মানহানিকর বক্তব্য প্রচার করেছে। ফেসবুকে আপলোড করা ওই ভিডিও ৭ লাখ ৬৫ হাজার ভিউয়ার দেখেছে এবং শেয়ার ১৭ হাজারের বেশী শেয়ার করা হয়েছে। এমন মিথ্যা মানহানিকর খবর প্রকাশের মাধ্যমে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে অভিযোগ করে একশ কোটি ক্ষতি পূরণ চেয়ে মানহানির মামলা দায়ের করেন। মামলার বাদীর জবানবন্দি গ্রহণ শেষে সোমবার বিজ্ঞ বিচারক ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। মামলার পরবর্তী তারিখ ২২ জুলাই নির্ধারণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments