মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
Homeআইন-আদালতসহকারী জজ হলেন জবির ১১ শিক্ষার্থী

সহকারী জজ হলেন জবির ১১ শিক্ষার্থী

তাসদিকুল হাসান: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) নিয়োগ পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবছর সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১ শিক্ষার্থী। ১১ জন নবীন সহকারী জজের মধ্যে তিনজনের এখনো স্নাতকোত্তর শেষ হয়নি। স্নাতকোত্তর শেষ হওয়ার আগেই সুখবর পেলেন তারা। স্নাতকোত্তর শেষ করার আগেই ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ মনোনীত হওয়া তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাতুল সবুজ, আবির ঘোষ হৃদয় ও মিনারা জাহান। স্নাতকোত্তর শেষ হওয়ার আগেই এমন সংবাদে উচ্ছ্বসিত তারা।

এবছর সারাদেশে মোট ১০৪ জন শিক্ষার্থী সহকারী জজ পদে উত্তীর্ণ হয়েছেন। সম্প্রতি জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সুপারিশপ্রাপ্ত অন্যান্য শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের রাকেশ হোসেন সুজন, আমল কুমার দাশ, সোহেল আহমেদ, অ্যাডভোকেট সুমন হোসেন, ২০১২-১৩ শিক্ষাবর্ষের জ্যৌতি মুস্তারি, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মোহাম্মদ হোসেন জেমি, আমিনুল ইসলাম খান, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফাতেমা জামান চৈতি।

 

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments