বাংলাদেশ প্রতিবেদক: এস আলম গ্রুপের চেয়ারম্যান মো: সাইফুল আলমসহ তার পরিবারের নামে থাকা ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। পাশাপাশি তাদের ১৬টি সম্পত্তি জব্দের (ক্রোক) আদেশও দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো: জাকির হোসেন গালিবের আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়।
দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন।