শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeজাতীয়ফেব্রুয়ারিতে আসছে উপজেলা নির্বাচনের তফসিল, ভোট হবে দলিয় প্রতীকে

ফেব্রুয়ারিতে আসছে উপজেলা নির্বাচনের তফসিল, ভোট হবে দলিয় প্রতীকে

সদরুল আইন: চলতা বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে প্রায় ৫০০ উপজেলায় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্বাচন পরিচালনা শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ৬ ধাপে ৪৮৭টিরও বেশি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে ১’শ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা হবে চলতি জানুয়ারি মাসের শেষ দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।

এবার উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হবে বলে জানা গেছে।

এ কারণে রাজনৈতিক দলগুলোকে উপজেলা পরিষদের প্রার্থী মনোনয়নের কাজ সহসাই শুরু করতে হবে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যেসব উপজেলা পরিষদের মেয়াদ জুলাই মাসে শেষ হচ্ছে, ওইসব উপজেলার নির্বাচন ৩১ মার্চের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে ইসি’র।

জুলাইয়ের পরে যেসব উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে, সেগুলোর নির্বাচন পরবর্তীতে সুবিধাজনক সময়ে ঘোষণা করা হবে।

আইন অনুযায়ী মেয়াদ পূর্তির আগের ছয় মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

ফলে চলতি বছরের প্রথম দিক থেকেই সারা দেশে শুরু হচ্ছে অার একটি নির্বাচনী উৎসব।যে নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন অাবার মাতবে ভোটের উন্মাদনায়।

অনেক উপজেলাতেই ইতিমধ্যেই নব নির্বাচিত এমপিদের ম্যানেজ করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।কেন্দ্রিয় লবিং নিয়েও অনেক সম্ভাব্য প্রার্থিরা চিন্তা ভাবনা শুরু করেছে ব্ররে জানা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments