বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeজাতীয়উপজেলা নির্বাচন ২০১৯: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ১২২ জন

উপজেলা নির্বাচন ২০১৯: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ১২২ জন

কাগজ ডেস্ক: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম চার ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২২ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আগামী ১৩ মার্চ চতুর্থ ধাপের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এ সংখ্যা আরও বাড়তে পারে। প্রথম চার ধাপে ৪৫৯ উপজেলায় ৫ হাজার ৮২০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান গণমাধ্যমকে বলেন, একক প্রার্থী থাকলে আইন ও বিধি মেনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা হবে। দেশের ৪৯২ উপজেলায় পাঁচ ধাপে ভোটগ্রহণ হবে। এর মধ্যে চার ধাপে চলতি মাসের ১০, ১৮, ২৪ ও ৩১ মার্চ ৪৫৯ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপের ভোটগ্রহণ হবে ১৮ জুন।
ইসি কর্মকর্তারা জানান, চার ধাপে ১২২ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হওয়ার পর প্রথম ধাপে ৩১, দ্বিতীয় ধাপে ২৫, তৃতীয় ধাপে ১৮ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। চতুর্থ ধাপে ৪৮ জন একক প্রার্থী রয়েছেন। এ ধাপের প্রত্যাহার ১৩ মার্চ শেষ হলে এ সংখ্যা আরও বাড়তে পারে। ইসি কর্মকর্তারা জানান, প্রথম চার ধাপে ৪৫৯ উপজেলায় ৫ হাজার ৮২০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চতুর্থ ধাপে ১২২ উপজেলায় তিনটি পদে ১ হাজার ৪৪৩ জন মনোনয়নপত্র জমা দেন।
এর মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও ৪৮ একক প্রার্থী রয়েছেন, যারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ৩১ মার্চ এসব উপজেলায় ভোট হবে। তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৪ মার্চ।
৬ মার্চ বাছাইয়ের পর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ। রিটার্নিং অফিসারদের পাঠানো তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান মঙ্গলবার জানান, চতুর্থ ধাপের ১২২ উপজেলায় চেয়ারম্যান পদে ৪১৫, ভাইস চেয়ারম্যান পদে ৬০১ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪২৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে একক প্রার্থী রয়েছেন ২১ জন চেয়ারম্যান পদে, ১১ জন ভাইস চেয়ারম্যান পদে এবং ১৬ জন নারী ভাইস চেয়ারম্যান পদে।
ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষিত ৪৫৯ উপজেলায় ৫ হাজার ৮২০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রথম ধাপে ৮৬ উপজেলায় ১ হাজার ৮৮ জন প্রার্থী হন। এসব উপজেলায় চেয়ারম্যান পদে ২৮৬, ভাইস চেয়ারম্যান পদে ৪৮৭ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দ্বিতীয় ধাপে ১২৪ উপজেলায় প্রার্থী হন ১ হাজার ৬২৬ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments